cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে করো’নার কয়েক হাজার নকল ভ্যাকসিনসহ তিন চীনা নাগরিক ও স্থানীয় একজনকে আ’ট’ক করেছে পু’লিশ। বুধবার (৩ মা’র্চ) স্থানীয় সময় সকালে জোহানেসবার্গের জারমিস্টিন থেকে এসব নকল টিকা উ’দ্ধার করা হয়।
আন্তর্জাতিক পু’লিশি সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার পু’লিশের বিশেষ টিম অ’ভিযান পরিচালনা করে এসব নকল করো’নার টিকা উ’দ্ধার করে ও চারজনকে আ’ট’ক করে।
লিয়নভিত্তিক ইন্টারপোল জানিয়েছে, পু’লিশের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল চীনে নকল টিকা তৈরির পর একটি চালান এয়ারকার্গোতে করে দক্ষিণ আফ্রিকায় আনা হয়। আনুমানিক ৪০০ বক্সের কয়েক হাজার ডোজ টিকার চালানটি জোহানেসবার্গের জারমিস্টনের একটি গুদামে সংরক্ষিত করা হয়েছে।
পরে চীনের গোয়েন্দা সংস্থা ও দক্ষিণ আফ্রিকার পু’লিশের সঙ্গে আলোচনা করে ইন্টারপোল অ’ভিযান পরিচালনা এসব নকল টিকা জ’ব্দসহ চারজনকে আ’ট’ক করে।
ইন্টারপোল জানায়, চীন থেকে দুই সপ্তাহ আগে নকল টিকার চালানটি দক্ষিণ আফ্রিকায় আসে। কিছু চীনা নাগরিকের সহযোগিতায় এসব টিকা দক্ষিণ আফ্রিকায় আনা হয়।