cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
নারায়ণগঞ্জ সদর উপজে’লার ফতুল্লায় মিথ্যা পরিচয় দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অ’ভিযোগে রোহিঙ্গা নারীসহ দুজনকে আ’ট’ক করেছে রেব-১১।
আ’ট’করা হলেন- সুমন (৩২) ও নূরতাজ (১৮)।
আ’সামি সুমনের বাড়ি বরিশালের গৌরনদী থা’নার বাসুদিপাড়া ও নূরতাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করে আসছেন।
বুধবার (৩ মা’র্চ) সন্ধ্যায় এক প্রেস বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর অ’তিরিক্ত পু’লিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। এর আগে ২ মা’র্চ বিকেলে অ’ভিযানটি পরিচালিত হয়।
রেব জানায়, নূরতাজকে বাবা-মা নেই। তিনি টেকনাফে বাস্তুচ্যুত (রোহিঙ্গা) ক্যাম্পে তার পালিত মা আ’মেনার কাছে থাকতেন। কিন্তু নূরতাজের কাছ থেকে জ’ব্দ করা আলামত পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাবার নাম সাদিক যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিকদের সঙ্গে ঢাকার মুগদা এলাকায় ৪ বছর যাবৎ একটি ভাড়া বাসায় থাকছেন। তারও আগেও বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাস করে আসছেন।
রোহিঙ্গা হয়েও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে নুরতাজ তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, তার ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট এবং ২০২০ সালে জন্মসনদ তৈরি করে তার মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন।
গো’পন সূত্রে পাওয়া এ খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে র্যাব অ’ভিযান চালিয়ে তাকে হাতেনাতে আ’ট’ক করতে সক্ষম হয়। এ সময় তার কাছে থাকা ভু’য়া জাতীয় পরিচয়পত্র, ভু’য়া জন্মনিবন্ধন ও পাসপোর্টের আবেদন ফরম জ’ব্দ করা হয়।
সুমন ঢাকার মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সিতে চাকরির আড়ালে রোহিঙ্গাদের পাসপোর্ট, জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। দুজনের বি’রুদ্ধে আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়াধীন।