cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্ম দ বিন সালমানসহ দেশটির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মক র্তার নামে জার্মানির আ দালতে মা মলা করেছে তথ্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। সৌদিতে সাংবাদিক নি পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অ ভিযোগে তাদের বি রুদ্ধে এ মা মলা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
জার্মানির কার্লসরুয়্যে শহরের আ দালতে দায়ের করা মা মলার ৫০০ পাতার অ ভিযোগপত্রে দাবি করা হয়েছে, সৌদি আরবে সাংবাদিকদের ব্যাপক এবং নিয়মতান্ত্রিকভাবে নি পীড়ন করা হচ্ছে। এর মধ্যে ৩৪ সাংবাদিককে বিনাবিচারে আ ট কে রাখা এবং ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হ ত্যার কথা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ দেলোয়্যে বলেন, এসব সাংবাদিক বেআইনি হ ত্যা, নি র্যা তন, যৌ ন নি পীড়ন, বলপ্রয়োগ এবং জো রপূর্বক নি খোঁজের শিকার।
প্যারিসভিত্তিক সংগঠন আরএসএফ মা মলা টি জার্মানিতে দায়ের করার কারণ- জার্মান আইন তাদের আ দালতকে বিদেশে সংঘটিত অ প রাধের বিচারের করার এখতিয়ার দিয়েছে, এমনকি এর সঙ্গে জার্মানির কোনও যোগসূত্র না থাকলেও।
আরএসএফ আশা করছে, সৌদি আরবের যুবরাজ ও চার জ্যেষ্ঠ কর্মক র্তার নামে করা মা মলায় জার্মান প্রসিকিউটর ‘পরিস্থিতি বিশ্লেষণ’ শুরু করবেন, যা থেকে পরবর্তীতে প্রসিকিউটোরিয়াল ত দন্ত শুরু হবে যে, অ ভিযু ক্তরা সত্যিই সাংবাদিকদের আক্রমণ করে মানবতার বি রুদ্ধে অ প রাধ করেছেন কি না।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের জার্মান পরিচালক ক্রিশ্চিয়ান মিহর বলেন, সৌদি আরবে মানবতার বি রুদ্ধে অ প রাধের বিষয়ে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে ত দন্ত শুরু হলে তা হবে বিশ্বের মধ্যে প্রথম।
তিনি বলেন, আম রা আনুষ্ঠানিকভাবে প্রসিকিউটোরিয়াল ত দন্ত শুরু এবং গ্রে প্তারি পরোয়ানা জারির লক্ষ্যে সরকারি প্রসিকিউটর জেনারেলের কাছে পরিস্থিতি বিশ্লেষণের দাবি জানিয়েছি।