cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
যু ক্তরাষ্ট্রে করো নাভাই রাসের চতুর্থ প্রবাহের শ ঙ্কা করছে দেশটির ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ডা. রোচেল ওয়ালেনস্কি। সম্প্রতি করো না সংক্রমণ তথ্যের ওপর নির্ভর করে তিনি এ শ ঙ্কা প্রকাশ করেছেন।
ডা. রোচেল ওয়ালেনস্কি বলেছেন, গত সপ্তাহে একদিনে যু ক্তরাষ্ট্রে করো না শনাক্ত হয়েছে প্রায় ৭০ হাজার এবং একই সময়ে দৈনিক মৃ ত্যুর সংখ্যা ছিল ২ হাজারের কাছাকাছি।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি সোমবার বলেন, আমা র কথা মনোযোগ দিয়ে শুনুন: এই মুহূর্তে সংক্রমণের হার বেশি, এর মধ্যে ভ্যারিন্টও ছড়াচ্ছে; এর ফলে করো না সংক্রমণ রোধে আম রা যে অবস্থান অর্জন করেছিলাম তা হা রানোর আশ ঙ্কা তৈরি হয়েছে। এসব ভ্যারিয়ান্ট আমাদের নাগরিক ও করো না সংক্রমণের আমাদের প্রতিরোধ ব্যবস্থার জন্য ঝুঁ কি তৈরি করেছে।
করো নার বেশ কিছু ভিন্ন সংস্করণ বা ভ্যারিয়ান্টস আছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাতে গোণা কয়েকটি ভ্যারিয়ান্ট নিয়ে বেশি উদ্বিগ্ন। এসব ভ্যারিয়ান্ট প্রথম শনাক্ত হয়েছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে। এগুলো তুলনামূলকভাবে উচ্চহারে ছড়ায়। সিডিসি পূর্বাভাস দিয়েছে ব্রিটেনে পাওয়া করো নার B.1.1.7 ভ্যারিয়ান্ট চলতি মাসে যু ক্তরাষ্ট্রে শক্তিশালী হয়ে উঠবে।