cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারের জুড়ীতে শিশু-কিশোরদের মধ্যে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজে লার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা জামে ম সজিদ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি মো. মইন উদ্দিন-এর সভাপতিত্বে ও আব্দুল হান্নানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অ তিথি ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান দছির উদ্দিন। বিশেষ অ তিথি ছিলেন বিরইনতলা জামে ম সজিদের ই মাম হাফিজ নুরুল ইস লাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইস লামীয়া, জুড়ী উপজে লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: বেলাল হোসাইন, ফুলতলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি খন্দকার হাফিজ শামিম আহম দ।
এছাড়া বিশিষ্ট মুরব্বি ঈসমাইল হোসেন বাবুল, আব্দুস সোবহান বাবুল, উস্তার আলী, ইউনুছ মিয়া, আমির আলী, আব্দুল হাফিজ, জাকারিয়া ইস লাম, ইউনিয়ন তালামীযের সদস্য এম দাদুল ইস লাম অনিক, বিরইনতলা তালামীযের যগ্মœ সাধারণ সম্পাদক তামবির হোসেন, মুহিবুর রহমান, জুনেদ আহম দ, আশরাফুল ইস লাম সামি, সিয়াম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে ফ্রান্স প্রবাসী অনিক আহম দ-এর অর্থায়নে প্রতিযোগী ছামী আহম দ, আশরাফুল ইস লাম, আছাদুজ্জামান আছাদ ও শাহরিয়া হাসানকে ১টি করে বাইসাইকেল এবং মো:এনামুল হক ও মো: জুসেফ আহম দকে বিশেষ পুরস্কার ১টি করে পাঞ্জাবী প্রদান করা হয়।