cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে এবার দেখা মিলেছে ৪৬ প্রজাতির পাখি। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী জলচর পাখি শুমা রি শেষে এ তথ্য জানান দেশের খ্যাতিমান পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক। দেশের সর্ববৃহৎ পাখির সমাগমস্থল হিসেবে পরিচিত হাকালুকি হাওরে অন্যান্য বছরের তুলনায় কম বলে জানিয়েছেন।
তিনি জানান, দু’দিন ব্যাপী অনুষ্ঠিত জলচর পাখি শুমা রিতে ৪৬ প্রজাতির পাখি গনণা করা হয় ২৪ হাজার ৫৫১ । সবচেয়ে বেশি ৮ হাজার ৩৮৯টি পাখি দেখা গেছে হাওরখাল বিলে। ১৪ প্রজাতির ৬ হাজার ৪৭২ টি হাঁস দেখা গেছে। সবচেয়ে বেশি ছিলো পিয়ং হাঁস ২০১২টি। শামুকখোল ৭ হাজার ৯১৬টি।
আইইউসিএন, পিও জেএফ ও বিবিসি’র যৌথ উদ্যোগে হাকালুকি হাওরের ছোট বড় ২৩৯টি বিলের মধ্যে ৪৩টি বিলে পাখি শুমা রি পরিচালিত হয়।
ইনাম আল হক জানান, হাকালুকি হাওরে এবার অন্যান্য বছরের তুলনায় অ তিথি পাখির সংখ্যা কম। বিপন্ন প্রজাতির কোন পাখি এবার পাওয়া যায়নি। তাছাড়া বিষটোপে পাখি নিধনের লক্ষণ চোখে পড়েনি।