cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscorts ফ্রান্সে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহ ত্যা করে রঙিন এই পৃৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মৃ ত ঐ প্রবাসী বাংলাদেশির ঘনিষ্ঠ এক বড় ভাইর মাধ্যমে জানা গেছে – ২১শে ফেব্রুয়ারি শনিবার রাতে ফ্রান্সের প্যারিসের ওভা রবিলা নিজ বাসাতে শাওন আহম দ নামে এই প্রবাসী গলায় রসি দিয়ে ফাঁ স লাগিয়ে আত্মহ ত্যা করেন । মৃ ত এই বাংলাদেশী ও তার বড় ভাই ঐ বাসাতে থাকতেন ।
“শাওন আহম দ” গত প্রায় দু’মাস আগে বাংলাদেশে গিয়ে নতুন বিবাহ করে এসেছেন । তিনি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে ফ্রান্সে বসবাস করে আসছিলেন । তার দেশের বাড়ি সিলেট অঞ্চলে বলে জানা গেছে ।
ঘনিষ্ঠ জনের সূত্র থেকে আরো জানা গেছে – পারিবারিক কলহের জের ধরে এই প্রবাসী বাংলাদেশি আত্মহ ত্যার মতন জঘন্যতম এই মৃ ত্যুর পথ বেছে নেন । মৃ ত ঐ প্রবাসীর বড় ভাই সকালে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে ওয়াস রুমের যাওয়ার জন্য শাওনের রুমের লাইট অন করলে তার ঝুলন্ত মৃ ত দেহ দেখতে পান । পরবর্তীতে তিনি পু লিশকে ফোন দিলে মৃ তদেহ উ দ্ধার করে পু লিশ হাসপাতা লে ময়না ত দন্তের জন্য পাঠিয়ে দেয় । বর্তমানে স্থানীয় একটি হাসপাতা লের ম র্গে মৃ তদেহ রাখা হয়েছে ।
গত প্রায় মাস দু’য়েক আগে ফ্রান্সে এরকম আরো এক প্রবাসী বাংলাদেশী পারিবারিক কলহের জের ধরে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহ ত্যা করেন ।
শাওন আহম দের ম র্মা ন্তিক এই মৃ ত্যুতে তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব সহ ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ খুবই ম র্মাহত হয়েছেন এবং ম রহু মের আত্মা র মাগফিরাত কা মনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
কমিউনিটির নেতৃবৃন্দ দেশে থাকা প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন – কারণে অকারণে দেশের বাহিরে থাকা আত্মীয় স্বজনদের মানসিক চাপ দেওয়া থেকে বিরত থাকুন ।