cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
সিলেটের দক্ষিণ সুরমা র মোগলাবাজার থেকে ৬ জুয়াড়িকে গ্রে প্তার করেছে পু লিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) মোগলাবাজার ব্রিজ সংলগ্ন বাজারের ভিতরে নুর উদ্দিন মা র্কে টের দ্বিতীয় তলা হইতে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রে প্তার করা হয়।
গ্রে প্তারকৃতরা হলো, মোগলাবাজারের মৌজপুর এলাকার মৃ ত শফিক মিয়ার ছে লে ছিদ্দেক আলী (৩৮), মোগলাবাজারের সিরাজপুর এলাকার হাসিব উল্লাহ’র ছে লে লালন মিয়া (২৭), মোগলাবাজারের জাহানপুর এলাকার মৃ ত মনির আলীর ছে লে আব্দুল মালেক (২৮), মোগলাবাজারের হরগৌরী এলাকার মৃ ত সুরুজ আলীর ছে লে ইম রান আহম দ (২৬) এবং মোগলাবাজারের বাউরবাগ এলাকার মৃ ত রাশিদ আলীর ছে লে আব্দুন নুর (৩৮)।
গো লাবাজার থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রকাশ্য জুয়া আইনের মা মলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আ দালতে প্রেরণ করা হয়েছে।