cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsরাজধানীর জিগাতলা পোস্ট অফিস গলি এলাকা থেকে জাহিদ হাসান অন্তর (২২) নামে এক ছাত্রের লা শ উ দ্ধার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তার লা শ উ দ্ধার করে পরিবারের সদস্যরা। তাদের দাবি, জাহিদ গলায় ফাঁ স লাগিয়ে আত্মহ ত্যা করেছেন।
নি হত জাহিদ হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি ইতালি প্রবাসী ছিলেন। গতকাল ইতালি থেকে বাংলাদেশে আসেন বলে জানান তার মা।
নি হতের মা ডালিয়া বেগম ও ভাই তানভীর হোসেন জানান, আজ বিকেলের দিকে পরিবারের সবাই বাসার ছাদে ঘুরতে যায়। এসময় তাকে যেতে বলা হলে বলেন, ‘আমা র মা থা ব্যথা করছে আমি ঘরে যাই’- এই কথা বলে তার রুমে শুতে যান। কিছুক্ষণ পর জাহিদের রুমের দরজায় গিয়ে ডা কাডাকি করেন তারা। কোনো সাড়া শব্দ না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে রুমের ভেতরে গিয়ে দেখতে পান, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো জাহিদের দেহ।
এসময় অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা লে (ঢামেক) নিয়ে আসলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃ ত ঘোষণা করেন।
জাহিদের ভাই তানভীর জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় জাহিদ। তার বাবা জাহাঙ্গীর হোসেন ইতালি প্রবাসী। তার স্বর্ণের ব্যবসা রয়েছে।
ঢামেক হাসপাতা লের পু লিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃ ত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ম রদেহ ময়নাত দন্তের জন্য হাসপাতা লের ম র্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থা নাকে অবগত করা হয়েছে।