cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsসিলেট নগরীর ৫৯/১ দাড়িয়াপাড়া থেকে গত শনিবার (২০ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিনিটের সময় বিশাল পাল নামক এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া যুবক বিশাল পাল অনলাইন ভিক্তিক লন্ডন বাংলা সিলেট বিভাগীয় প্রতিনিধি বিপ্লব পালের ভাগনা। এ ব্যাপারে ঐদিন সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-২০০৫। তিনি ঐ এলাকার বিদ্যুৎ ভূষন পাল ও ভারতী পালের একমাত্র সন্তান।
জিডি ও পরিবার সুত্রে জানা যায়, শনিবার বিশাল পাল বাসা থেকে পাড়ার দোকানের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করা হলোও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল টাউজার ও টি-শার্ট, চোখে চশমা, উচ্চতা – ৫” ৬ ফুট, গায়ের রং-ফর্সা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোনো স্বহৃদয়বান ব্যাক্তি বিশাল পালের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৭১৮১৫৯৩৯৮, ০১৭১৯২৩৬২৭৫, ০১৭৩৭৭৬৯৩৮৮, ০১৭১১৩৯৯ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।