cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁ স করার একটি বড় চক্রের সন্ধান পেয়েছে পু লিশের অ প রাধ ত দন্ত বিভাগ (সিআইডি)। এরমধ্যে সাত সদস্যের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের জমির খোঁজ পেয়েছে তারা। আর গ্রে প্তার হওয়া ১৩ সদস্যের ১৩৫টি ব্যাংক হিসাবে জমা হয় প্রায় ৬৫ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৬৪ কোটি টাকা তাঁরা তুলেও নিয়েছে বলেও জানতে পেরেছে সিআইডি।
প্রশ্নপত্র ফাঁ স চক্র স ম্পর্কে অনুসন্ধান করা সিআইডির সহকারী পু লিশ সুপার জুয়েল চাকমা গণমাধ্যমকে বলেন, ‘চক্রের অ প রাধলব্ধ অর্থ ও সম্পদের অনুসন্ধানের কাজ শেষ হয়েছে।’ তাঁদের বি রুদ্ধে এখন মানি লন্ডারিং আইনে মা মলা করার কাজ চলছে বলে তিনি জানান।
সূত্র জানায়, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁ সের ঘটনার সূত্র ধরে সিআইডি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ফাঁ সের তথ্য পায়। এরপর মিরপুর থেকে জসিমসহ পাঁচজনকে গ্রে প্তার করে সিআইডি। তাঁদের তথ্যের ভিত্তিতে সালামকে গ্রে প্তার করা হয়। প্রশ্নপত্র ফাঁ সের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ সদস্যের বি রুদ্ধে মিরপুর থা নায় মা মলা করা হয়।
জানা গেছে, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁ স করে ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩ বছরে চক্রের এসব সদস্য বিপুল সম্পদের মালিক হয়েছেন। এরমধ্যে বেশি সম্পদ গড়েছেন স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম খান এবং তাঁর খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নু। এছাড়া জসিমের স্ত্রী শারমিন আরা জেসমিন, বড় বোন শাহ জাদি আক্তার ওরফে মিরা, তার দুই ভগ্নিপতি আলমগীর হোসেন ও জাকির হোসেন, ভায়রা সামিউল জাফর ওরফে সেটু এবং ভাতিজা এম এইচ পারভেজ খান এই চক্রের সদস্য।
এর মধ্যে শাহ জাদি ছাড়া বাকিরা বর্তমানে কারাগারে রয়েছেন। ফাঁ স করা প্রশ্নে পরীক্ষা দিয়ে শাহ জাদি মেডিকেলে ভর্তিও হন। তিনি ইতিমধ্যে এমবিবিএস পাসও করেছেন। সিআইডি জানায়, এই আটজন ও জসিমের সন্তানদের নামে সাড়ে ৪২ একর জমির ৭৪টি দলিল রয়েছে। এই জমির দাম অন্তত ৩৩ কোটি টাকা। মানিকগঞ্জের সিঙ্গাইরের খানবাড়িয়ার জসিম ও চক্রের অ পর ছয় সদস্যের জমির বেশির ভাগই কেনা ২০০৬ সালের পর।