cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsমৌলভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিক পরিবারের ১২০ ক্ষুদে শিক্ষার্থীকে পোশাক দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিজয়ফুল। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত কালিটি চা-বাগানের দুর্গামন্ডপে এসব পোশাক বিতরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান শুরু হয়। বিজয়ফুলের স্থানীয় সমন্বয়ক কবি সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলশিক্ষক লছমন কৈরি, অজয় চন্দ্র দেব, কুলাউড়া নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান চৌধুরী, সংস্কৃতিকর্মী বিজয় চন্দ্র মল্লিক, জয়রাজ উল্ল্যা, বাবুল চন্দ্র দাস, দিলীপ কুমার দাস, কুলাউড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাাসির জামান খান, কৃষ্ণদাস অলমিক, শিল্পী অলমিক, গণমাধ্যমকর্মী সাইদুল হাসান সিপন, বাগান পঞ্চায়েত উত্তম কালোয়ার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য লক্ষ্মী রানী গোয়ালা, গণমাধ্যমকর্মী নাজমুল হোসেন, এস আলম সুমন, তাজুল ইসলাম, শাকির আহমেদ, মন্দির ভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সবিতা অলমিক, রিপন বারই, মনোরঞ্জন গোস্বামী, লক্ষ্মী বারই প্রমুখ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো…গান গেয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা ফুলের মতো। শিশুদের ফুলের মতো সবাই ভালোবাসে। অভাব-অনটনে থেকেও চা-শ্রমিকেরা তাঁদের সন্তানদের লেখাপড়া করানোর বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন। এটা খুবই ইতিবাচক। বিজয়ফুল এসব পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়েছে। এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আবৃত্তি করেন, বিজয় চন্দ্র মল্লিক। এ ছাড়া স্থানীয় সংগীত শিল্পী পৃথা দেব আমি বাংলায় গান গাই.পরিবেশন করেন।
পরে অতিথিরা বাগানের শিশু শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর হাতে বিজয়ফুলের লোগোযুক্ত পোশাক তুলে দেন।
বিজয়ফুলের সমন্বয়ক সঞ্জয় দেবনাথ বলেন, তাঁদের সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহে মদিনা কারী ও অপু ইসলামের সহযোগিতায় এ পোশাক বিতরণ করা হয়।