cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsহবিগঞ্জের মাধবপুরে বিয়ের দাবিতে প্রে মিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ ছা ত্রী। বিয়ের আশ্বা স দিয়ে প্রে মিক বিভিন্ন সময় তাকে ‘ধ র্ষণ’ করেছেন বলে ওই ছা ত্রীর অ ভিযোগ। এছাড়া গর্ভপাত ও শারীরিক নি র্যা তনেরও অ ভিযোগ করছেন প্রে মিকের বি রুদ্ধে।
গত ৫ দিন ধরে বিয়ের দাবিতে ওই ছা ত্রী প্রে মিকের বাড়িতে অবস্থান করছেন। মাধবপুর উপজে লার শাহ জাহানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই কলেজ ছা ত্রীর বলেন, ‘উপজে লার শাহ জাহানপুর গ্রামের যুবক তার কলেজ পড়ুয়া মে য়ের সাথে বিয়ের প্রলো ভন দিয়ে প্রে মের স ম্পর্ক সৃষ্টি করে। এক পর্যায়ে ওই যুবক গত দেড় মাস আগে তার মে য়েকে শাহ জাহানপুরে তার বাড়িতে নিয়ে যায়। ওই সময় তার পিতা আমা র মে য়েকে তাড়িয়ে দেয়। প্রস্তাব দেয় সামাজিক অনুষ্ঠান করে পুত্র বধুর ম র্যাদা দিয়ে আমা র মে য়েকে ঘরে তুলে নেবে। কিন্তু এটি ছিল তাদের কৌশল। এখন আমা র মে য়ে শাহ জাহানপুরে ছে লের বাড়িতে অবস্থান করায় মে য়েটিকে শারীরিক ভাবে নি র্যা তন করা হচ্ছে।’
ভুক্তভোগী কলেজ ছা ত্রী বলেন, ‘প্রে মের স ম্পর্ক সৃষ্টি করে (অ ভিযু ক্ত যুবক) বিয়ের আশ্বা স দিয়ে আমা র সাথে শারীরিক স ম্পর্ক সৃষ্টি করে। এক পর্যায়ে আমি অর্ন্তঃসত্তা হয়ে পড়ি। বিয়ের জন্য চাপ দিলে কৌশলে আমা র গর্ভ নষ্ট করে। এখন সমাজে আমি মুখ দেখাতে পারি না। স্ত্রী র ম র্যাদা দিয়ে আমাকে না নিলে ‘‘আমা র ম রন ছাড়া উপায় নাই’’। ’
অ ভিযু ক্ত ওই যুবকের পিতা বলেন, ‘ছে লের সাথে কেমন স ম্পর্ক তা আমা র জানার কথা নয়। ছে লে অনেক দিন ধরে বাড়িতে নেই। এখন সে আমা র বাড়িতে অবস্থান নিয়ে আমাকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে।’
মাধবপুর থা নার তেলিয়াপাড়া পু লিশ ফাঁড়ির ইনচার্জ গো লাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পু লিশ ঘটনাস্থল পরিদর্শন করে মে য়ের জবানব ন্দি সংগ্রহ করেছে। মাধবপুর থা নায় মে য়ের পিতা শনিবার বিকেলে অ ভিযোগ দেওয়ার কথা। অ ভিযোগ পেয়ে ভিকটিমকে উ দ্ধার করে ২২ ধারায় জবানব ন্দি গ্রহনের জন্য হবিগঞ্জ বিচারিক আ দালতে হাজির করা হবে। আ দালতের নির্দেশে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হবে। মে য়ের জবানব ন্দিতে যাদের বি রুদ্ধে অ ভিযোগ আসবে তাদের বি রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাধবপুর থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় মাধবপুর থা নায় একটি মা মলা হচ্ছে। মা মলা পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’