cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজে লাধীন আউশকান্দি সিএনজি স্টেশনের সামনে বিদ্যুৎের খুটির সাথে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় সুনামগঞ্জ জে লার বিশম্ভর থা নার বাকী দার গ্রামের আঃ রহিমের পুত্র শফিক মিয়া (৩০) নামে এক মাইক্রো চালক মা রা গেছে।
স্থানীয়, পু লিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে মাইক্রো চালক শফিক মিয়া গ্যাস ভরার পর রাস্তার পাশে প্রস্রাব করছিল। এসময় সিলেটগামী মালবাহী (চট্ট মেট্টো-শ ১১-২৩৩৪ ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুৎের খুটি ভেংগে শফিকুল ইস লামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মা রা যায়এবং তার শরীরের বিভিন্ন অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পু লিশের ইনচার্জ আমিরুদ্দিনের নেতৃত্বে একদল পু লিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল কর্মক র্তা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় কবলিত গাড়ি ও লা শটি উ দ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পু লিশের ভা রপ্রাপ্ত কর্মক র্তা আমিরুদ্দীন।