cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsআন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনষ্টিটিউট এর সহযোগিতায় দেশের অন্যতম খ্যাতিমান গণ সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকাল এর সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন বিষয়ক প্রকল্প “লেট দ্যা লাইট কাম” সমাপ্ত হয়েছে।
ভার্চুয়াল সম্প্রচারের মাধ্যমে এই প্রকল্পে মৃত্তিকায় মহাকাল মোট ১১টি সাংস্কৃতিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে। সাংস্কৃতিক আয়োজন গুলোর মধ্যে ছিলোঃ বউ, মড়া, জোড়াতালী, জামাই, রাজকার্য্য, জতুগৃহ শিরোনামের ৬টি পথ নাটক, মনের মানুষ, মানব তরনী শিরোনামের ২টি সংগীতালেখ্য, গাহি সাম্যের গান ও আবার আসবে প্রমিথিউস শিরোনামের ২টি আবৃত্তি প্রযোজনা ও মহাকালের পালা শিরোনামের ১টি মঞ্চ নাটক।
গত ৩১আগস্ট ২০২০ থেকে শুরু হওয়া এ প্রকল্পে মৃত্তিকায় মহাকাল এর অর্ধশতাধিক শিল্পী ও কুশলী অংশ গ্রহন করেন।
এছাড়া প্রকল্পের বিভিন্ন ওয়েবিনারে অতিথি হিসেবে অংশগ্রহন করেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনষ্টিটিউট এর রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ডিরেক্টর জিওফ্রে ম্যাকডোনালড পি এইচ ডি, প্রোগ্রাম ম্যানেজার বাংলাদেশ অমিতাভ ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক, বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান।
এসময় তারা বলেন শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ছাড়া একটি জাতীর মানবীক পরিবর্তন সম্ভব নয়। শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই আমাদের সমাজের বিভিন অসংগতী দূর করতে পারে। একটি মানবীক গুণ সম্পন্ন জাতি গঠনে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনষ্টিটিউট বিশ্বব্যাপী গণতন্ত্রের অগ্রযাত্রায় বদ্ধ পরিকর।
লেট দ্যা লাইট কাম এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন মৃত্তিকায় মহাকাল এর মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান ও প্রকল্প সমন্বয়ক এর দায়িত্ম পালন করেন আব্দুল আহাদ সানি।