সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফে লেদা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ’ গ্রুপ প্রধানকে ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেছে এপিবিএন।

কক্সবাজারস্থ এপিবিএন ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান জানিয়েছেন, শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সালমান শাহ ওরফে শহীদুল ইসলাম (৩০) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোনা মিয়ার ছেলে।

এপিবিএন জানিয়েছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয়। এসব সন্ত্রাসী বাহিনী ক্যাম্পে নানা ধরণের অপরাধ সংঘটনের সাথে জড়িত। আটক সালমান শাহ নিজের নামে গড়া ‘সালমান শাহ বাহিনীর’ প্রধান।

এসপি হেমায়েতুর বলেন, ‘শুক্রবার বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় আবু বক্কর মেম্বারের বাড়ির উত্তর পাশে পাহাড়ি এলাকায় একটি ঝুপড়িতে কিছু সন্ত্রাসী অবস্থান করছে খবরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) একটি দল অভিযান চালায়। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্ত্রাসী পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ২ টি রামদা ও ৪ হাজার ইয়াবা পাওয়া যায়।’

এপিবিএন অধিনায়ক বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী সালমান শাহ গ্রুপের প্রধানকে আটক করতে এপিবিএন দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।’

হেমায়েতুর জানান, টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ক্যাম্পে মাদকপাচার, মানবপাচার, ডাকাতি, খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন ১৬ ব্যাটালিয়ান অধিনায়ক।সূত্রঃ সময় নিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: