cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsফেইসবুকের ‘ভেরিফাইড’ স্বীকৃতি পেল উপমহাদেশের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব সুফি সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদ সাহেবের ফেইসবুক পেইজ।
২রা জুলাই, ২০২০ ইং হতে পেইজটিতে নীল বৃত্তের ভেতরে সাদা টিক হিহ্নটি যুক্ত হয়েছে। বর্তমানে পেইজটিতে প্রায় ৫ লক্ষ ৬২ হাজারের বেশি অনুসারী রয়েছে।
উল্লেখ্য, সাধারণ সাধারণত ফেইসবুক কর্তৃপক্ষ কোন বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি ভেরিফাই করে থাকে, যা ফলে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যেসকল ভুয়া একাউন্টগুলো আছে সেগুলো বন্ধ করা হয়। ফলে সাধারণ মানুষ নির্দিষ্ট ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পেইজে বা আইডি সহজে খুঁজে পায়।
আমিরীঘরানার পক্ষ থেকে পেইজের সকল ভক্ত আশেকান, পাঠক ও শ্রোতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পেইজের লিংক (www.facebook.com/KariAmirUddinBD)