সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২০ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চুনারুঘাট প্রবাসী গ্রুপের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

  • হবিগঞ্জ সংবাদদাতা 

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হবিগঞ্জ জেলার এক ঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে চুনারুঘাট প্রবাসী গ্রুপের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুলাই) চুনারুঘাট প্রবাসী গ্রুপের এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে সৌদি আরব প্রবাসী মীর নিজাম উদ্দিন হৃদয়কে আহ্বায়ক, আমিরাত প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমনকে সিনিয়র সদস্য সচিব, কাতার প্রবাসী নুরুল কালাম আজাদ দরবেশকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৌদি প্রবাসী মীর মকসুদ আলীকে সিনিয়র সহকারি সদস্য সচিব এবং সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আলী আবদালকে সিনিয়র সহকারী যুগ্ন-আহবায়ক করে চুনারঘাট প্রবাসী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দরা যুগ্ন আহবায়করা হলেন, মোহাম্মদ আইয়ূব আলী (দুবাই), মোঃ ফরিদ জমাদার (সৌদি আরব), সমিরন শীল (সৌদি আরব), মোহাম্মদ জসিম উদ্দিন হায়দার সবুজ (সৌদি আরব), মীর রাজিব (ওমান), ইমরান আহমেদ জয় (মালয়েশিয়া), মোহাম্মদ কাসেম ফারুক (দুবাই), আহম্মেদ হাসান (সিঙ্গাপুর), মতিউর রহমান সোহেল (দুবাই), আলহাজ্ব মোঃ লিটন জমাদার (সৌদি আরব), শাম্মী সুলতানা বিজয়া (আমেরিকা), আলহাজ্ব আব্দুল ওয়াহেদ (সৌদি আরব), সাইফুর রহমান রানা (দুবাই), আব্দুল বাকির (কাতার), মো: আ:আহাদ (কাতার), মো: আ: আজিজ (ওমান), আবুল খায়ের (সিঙ্গাপুর), জুয়েল মিয়া (দুবাই), মীর সবুজ আলী (সৌদি আরব), মোহাম্মদ ফয়সল মিয়া (দুবাই), এস এম আবদাল (কাতার), মোহাম্মদ কামাল মিয়া (কাতার), মোঃ সাইদুল ইসলাম (ওমান), সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরী (সৌদি আরব), মীর মোঃ আলী সাইফুল (ওমান), মোহাম্মদ আবুল খায়ের (দুবাই), লিয়াকত আলী (সৌদি আরব), মো: আব্দুল আওয়াল মিয়া (সৌদি আরব), সাংবাদিক মনির সরকার (সৌদি আরব), শাহ আলম (সৌদি আরব), মোঃ বায়েজীদ তালুকদার (সৌদি আরব), শেখ আহমেদ শাহীন (ওমান), সুলতান সালাহউদ্দিন (কাতার), আবুল হাসান শামীম (সৌদি আরব), কবির মিয়া (ওমান), কাজী মোঃ হারুন মিয়া (কাতার), কাজল মিয়া (কাতার), মিজানুর রহমান বাবলু (কাতার), শফিকুল ইসলাম মীর (কাতার), জসিম উদ্দিন (সৌদি আরব), মোহাম্মদ শফিকুল আলম (কাতার), মো: আশরাফুর রহমান বেলাল (সৌদি আরব), মোঃ আব্দুলা (ইতালি), মোঃ আলমগীর হোসেন তানভীর (সৌদি আরব), সোহেল মিয়া (দুবাই), কাউছার আহমেদ (দুবাই), মোঃ আব্দুল্লা (ইতালি), সিরাজুল ইসলাম সুমন (আমেরিকা) এবং সদস্যরা হলেন, ইব্র্রাহিম মিয়া, মো: এংরাজ, মোঃ নয়ন খাঁন, সৈয়দ জয়নাল হাজারী, মো: জাকির হোসেনকে সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট নতুনরূপে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এক ঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয় চুনারঘাট প্রবাসী গ্রুপ নামে একটি সংগঠন। সেই আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রবাসী গ্রুপের অফিস প্যানেলে অনলাইন মিটিং এর মাধ্যমে সকলের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা সিদ্ধান্ত গৃহিত হয়। চুনারঘাট প্রবাসী গ্রুপ একটি অরাজনৈতিক অলাভজনক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিগত দিনে অসহায় মানুষের জন্য শীতবস্ত্র কর্মসূচী, অসুস্থ রোগীদেরকে নগদ অর্থ অনুদান, ত্রাণসামগ্রী, ইফতার সামগ্রী সহ বিভিন্ন কর্মসূচী সফলতা সাথে সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: