fbpx

সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২০ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com

সিলেটে একদিনে করোনা শনাক্ত হলো ৪৫ জনের

বুধবার একদিনেই সিলেটে করোনাভাইরাস আক্রান্ত ৪৫ রোগী শনাক্ত হয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব্বিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্ত করণ পরীক্ষা শুরু হওয়ার পরই বেড়ে গেছে সিলেটে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার সংখ্যা। বুধবার থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। প্রথমদিনেই এই ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হয় আরও ২২ জনের।

দুই ল্যাব মিলিয়ে বুধবার মোট ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৪৪ জনই সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজারের জুড়ি উপজেলার। বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবকে সিলেট সদর উপজেলার ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলে শনাক্ত হওয়া ২৩ জনই সদর উপজেলার।

এদিকে, বুধবার ওসমানী মেডিকেল কলেজে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ২২ টি পজেটিভ আসে। যাদের পজেটিভ এসেছে তাদের মধ্যে ২১ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

জানা যায়, বুধবার ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়ারা সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে সিলেট বিভাগে মোট ৪৯৪ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে সিলেট জেলারই ২২৯ জন।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: