cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscorts
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজার মাস্ক ও ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের হাতে এসব এসব সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর দেয়া এ ভালোবাসার উপহার জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাংগঠনিক সম্পাদক শাকিল রানা চৌধুরী প্রবাল, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, করোনাভাইরাসের প্রভাবে দেশের মানুষ একটি ক্রান্তিকাল পার করছেন। সংক্রমণ থেকে বাঁচাতে মানুষকে ঘরে রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ বাহিনী। এক্ষেত্রে পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। তবে আপনাদের দেয়া এ সুরক্ষা সামগ্রী আমাদের বিশেষভাবে কাজে লাগবে।
করোনা মোকাবেলায় পুলিশ সদস্যরা জোরালো ভূমিকা রাখায় মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর পক্ষে এসপিকে ধন্যবাদ জানান উপস্থিত আওয়ামী লীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, ওসি ডিবি শাহ কামাল আকন্দ প্রমুখ।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্সদের সুরক্ষার জন্য পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেন মোহিত উর রহমান শান্ত।