সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ক্ষেতের আইলে বস্তাবন্দি জীবিত নবজাতক

যশোরের শার্শায় একদিনের নবজাতককে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের ওপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

ধারনা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফলে শিশুটির জন্ম হয়েছে। লোকলজ্জায় শিশুটি বস্তায় করে মাঠে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

কৃষক বজলুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে পটলের ক্ষেতে কাজ করতে গিয়ে আইলের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। কৌতূহলবশত বস্তাটির কাছে যাই। এ সময় বস্তার মধ্যে কিছু একটা নড়তে দেখে মুখ খুলতেই দেখি নবজাতক এক শিশু। কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে শিশুটি। তাকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করে সুস্থ করে তুলেছি।

এ ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখার জন্য বজলুর রহমানের বাড়িতে ভিড় জমায়।

উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয়ে খোঁজখবর নিয়েছি। কৃষক বজলুর রহমান দম্পতি নিঃসন্তান হওয়ায় শিশুটিকে নিজের সন্তানের মতই লালনপালন করতে ইচ্ছা প্রকাশ করেছেন। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: