cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsসিলেট বিভাগে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮ জনে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের পজিটিভ এসেছে। তবে সুনামগঞ্জে নতুন কোনো রোগী সনাক্ত হয়নি। বাকী তিন জেলায় মিলিয়েই এ ৮ জন সনাক্ত হয়েছেন।
এদের মধ্যে রয়েছেন- সিলেটের ১ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন।
এছাড়া সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর অবস্থা সংকটাপন্ন। রোববার থেকে তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে।
সোমবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, হাসপাতালে বর্তমানে মোট ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকিদের অবস্থা ভালো।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩২৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ২৩ জন, সুনামগঞ্জে ২৩৮ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ জন। বিভাগজুড়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ৩০৩ জন কোয়ারেন্টিনে রয়েছেন।