সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দায়িত্ব পালনকালে নিহত সতীর্থদের স্মরণ করলো সিলেট পুলিশ

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার প্রতিপাদ্যে প্রতিবছরের মতো মেমোরিয়াল ডেতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার-পরিজনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে তাদের স্মরণ করলো সিলেট পুলিশ।

রোববার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সিলেট পুলিশ লাইন্স শহীদ এস পি এম শামসুল হল মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন।

সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এতে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) পরিতোষ ঘোষ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

২০১৮ সালে কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের ১৫৮ জন পুলিশ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: