সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদযাপন করলো দিনটি। এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ইদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এরপর একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে আলোচনা পর্বে আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ; বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ; মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যজন উত্তম সিংহ রহত ও নীলাঞ্জন দাশ টুকু প্রমুখ। নাট্যকর্মী ও আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের উপস্থাপনায় পূর্ণিমা দত্ত রায়, জ্যোতি ভট্টাচার্য্য, প্রতীক এন্দ, শিনিয়া সাহা ঝুমা ও প্রতিভা রায় কেয়ার পরিচালনায় শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক পর্বে আমন্ত্রিত সংগঠন হিসেবে ছন্দনৃত্যালয় ও একক পরিবেশনায় ছিলেন সংগীতশিল্পী সুমাইয়া ইসলাম শোভা ও পল্লবী দাস মৌ। এছাড়াও জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় একাডেমির মঞ্চে মঞ্চস্থ হয় জেলা শিল্পকলা একাডেমি সিলেটের নাটক ‘বাঘের শিন্নি’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ভবতোষ রায় বর্মণ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: