সর্বশেষ আপডেট : ১ মিনিট ২৮ সেকেন্ড আগে
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ত্রয়োদশ কেমুসাস বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ত্রয়োদশ বইমেলার ৪র্থ দিনে গতকাল বুধবার আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ১৪ দিনব্যাপী বইমেলার আবৃত্তি প্রতিযোগিতায় বিশেষ গ্রুপ (কেজি থেকে দ্বিতীয় শ্রেণি) সৈয়দা তাসনিম নূর প্রথম, সানজিদা হোসেন দ্বিতীয়, মিথিল রায় তৃতীয়, ক গ্রুপে জারিদ বিল্লাল প্রথম, ঐশ্বর্য কুন্ডু শ্রেয়া দ্বিতীয়, মাহপারা হুসাঈন উর্বানা তৃতীয়, খ গ্রুপে ফারহীন আহম্মদ জয় প্রথম, সৈয়দা রাইদা সাবাহাত দিয়ানাহ দ্বিতীয়, সৈয়দা নাইরা জুয়াইরা তৃতীয় এবং গ গ্রুপে মাওদুনা রহমান প্রথম, ফারিয়া তাহসিন প্রিমা দ্বিতীয়, ফাহিমা আলভী রহমান ( রিফা) তৃতীয় স্থান অধিকার করে।

কেমুসাস’র সহসভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, বইমেলা উপকমিটির সদস্য সচিব নাজমুল হক নাজু ও জাহেদুর রহমান চৌধুরীর সার্বিক তত্বাবধানে এবং কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আব্দুস সাদেক লিপনের পরিচালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর নন্দলাল শর্মা, বিশিষ্ট গবেষক কবি এ.কে শেরাম ও উদিচী শিল্পীগোষ্ঠীর সিলেট জেলা সভাপতি এনায়েত হোসেন মানিক। ৪টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বইমেলা উপলক্ষে সাহিত্য সংসদ গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্বিরাত প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যে ৬টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক প্রফেসর মো. আবদুল আজিজ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে সংবর্ধনা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪টায় হাতের লেখা প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২৩ ফেব্রুয়ারি, রোববার স্বরচিত কবিতাপাঠের আসর ও মোড়ক উন্মোচন, ২৪ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টায় নির্ধারিত বক্তৃতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যে ৪টায় সংগীত প্রতিযোগিতা ও মোড়ক অনুষ্ঠান, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মেচন, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: