ডেইলি সিলেট ডেস্ক ::
কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গতকাল বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কবি নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন।
কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কবি মুহাম্মদ সামাদ বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেওয়া জরুরি। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি।
ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ জানান, বুধবার রাতে কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন, ভীষণ দুর্বলও ছিলেন। পরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।
কবি নির্মলেন্দু গুণ বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পদক পেয়েছেন।