বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) ভূমি দখলমুক্ত করতে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সড়ক ও জনপথের (সওজ) প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২০০ শতাংশ ভূমি অবৈধ দখল মুক্ত হয়েছে।
এছাড়া দোকান ও ভবনের সামনে সরকারি জায়গার উপর মালামাল রাখার অভিযোগে ফয়ছল আহমদ নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা, হাজী মুদরিছ আলী এন্ড সন্সকে ১০ হাজার টাকা, স্বাদ এন্ড প্রীতি ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আহমদ এন্ড মাহবুব ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেয়ায় আব্দুল করিম নামক রড-সিমেন্ট ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। এতে সহযোগিতা করেছে বড়লেখা থানা পুলিশ, বিজিবি ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার এসআই মো. রশিদ উদ্দিন প্রমুখ।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করেছে পুলিশ, বিজিবি ও ইউনিয়ন পরিষদ। অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে ও মৌখিকভাবে সরে যেতে বলা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে গিয়ে দেখা গেছে, বেশ কিছু স্থাপনা রয়ে গেছে। সরকারি জায়গা থেকে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে সড়কের জায়গা দখল করে রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করায় হয় ও ভ্রাম্যমান আদালতের অভিযানে বাধা দেয়ার অপরাধে ১ ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।’