বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও খালেদা জিয়ার মুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসবাদের প্রতিবাদে সিলেট এর সচেতন যুব সমাজের আয়োজনে সিলেট নগরীর সুবিদবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় এ মানবন্ধন অনুষ্টিত হয়। সিলেটের সচেতন যুব সমাজ এর কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও মিজানুর রহমান পাভেলের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এটি এম বেলায়েত হোসেন মোহন, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতছির আহমদ, নির্ঝর রায়, সাইদুল ইসলাম, বদরুল ইসলাম নজরুল, দুলাল রেজা, ফয়ছল আমিন, রেজাউল আলম রেজা, মিনফাকুল আলম, জুবেল প্রমুখ। – বিজ্ঞপ্তি