fbpx

সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মসজিদের বাইরে মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এই অমুসলিম ব্যক্তি

নিউজ ডেস্ক:: ‘আঙ্কেল স্টিভেন’ নামের এক অমুসলিমকে সম্প্রতি সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের বাইরে মুসল্লিদের জুতা সারি সারি সাজিয়ে রাখতে দেখা যায়।ইরফান মুস্তাফা নামের এক মুসল্লি তাকে এমন কাজ করতে দেখে ওই ঘটনা ফেসবুকে তুলে ধরেছেন।

মুস্তাফা বলেছেন, আমি তাকে প্রতি সপ্তাহে মসজিদের বাইরে একই কাজ করতে দেখি। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, মুসল্লিরা মসজিদে এসে যখন প্রচণ্ড সূর্যের তাপে বাইরে অবস্থান করতে পারে না। মসজিদের ভেতরে এসিতে নামাজ আদায় করে তখন আঙ্কেল স্টিভেন প্রচণ্ড গরমের মধ্যেই মুসল্লিদের জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করেন।

যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন এমন করেন। তিনি হেসে জবাব দেন, দেখতে পরিস্কার লাগে। তিনি বলেন, আমি প্রতি শুক্রবার এখানে আসার চেষ্টা করি এবং আমি পাশেই বাস করি।

মুস্তাফা বলেন, তিনি আঙ্কেল স্টিভেনের এমন কাজ তাকে স্পর্শ ও অনুপ্রাণিত করেছে। তিনি লিখেন, আঙ্কেল স্টিভেনের কাজ দেখে আমি তার প্রশংসা না করে পারছি না।

তিনি আরও লিখেন, বৈচিত্র্য কোনও সীমানা মানে না এবং আঙ্কেল স্টিভেন তারই প্রমাণ। মুস্তাফা বলেন, ছোট কাজও গুরুত্ব রাখে এবং আমি নিশ্চিত আমরা কোনও কিছুর মর্ম উপলব্ধি করতে পারি এবং আঙ্কেল স্টিভেনকে আমরা অনুকরণ করতে পারি।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: