fbpx

সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২০ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com

সংকটে সংগ্রামে নাটক গণমানুষের কথা বলে – পুলিশ কমিশনার

সিলেটের সংস্কৃতি অঙ্গণের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ২০ সেপ্টেম্বর পদার্পণ করলো ৩ যুগে। এই ৩ যুগে নাট্য পরিষদ বিভিন্ন সময়ে আয়োজন করেছে নাট্য প্রদর্শনী, নাট্য উৎসব, কর্মশালা ইত্যাদি। ১৯৮৪ সালে ২০ সেপ্টেম্বর সিলেট শহরের প্রান্তিক মিলনায়তনে (তৎকালীন নাটক পাড়া) সিলেটের নাট্য সংগঠণসমূহ নিয়ে যাত্রা শুরু করার পর থেকেই সিলেটের সকল প্রকার আন্দোলনাদিতে সামনে থেকে নেতৃত্ব প্রদান করে গেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। দীর্ঘ যাত্রায় আজ সেই পরিষদ পদার্পণ করলো ৩৬তম বছরে। এই উপলক্ষে বিকাল ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার। শোভাযাত্রায় সিলেটের নাট্য-সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার বলেন, নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। সকল সংকটে নাটক সবসময়ই গণমানুষের পক্ষে ছিলো। মানুষের জীবন সংগ্রামের কথা সবসময় নাটকই বলে এসেছে। তিনি নাট্য পরিষদের ৩ যুগে পর্দাপণে সিলেটের সকল নাট্যকর্মীদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় আরোও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার আরশ আলী, সাংবাদিক আল-আজাদ, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নাট্য সংগঠন এনামুল মুনির। – বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: