নিউজ ডেস্ক:: আমি এখন কফি খাই, চা আর খাই না। কাউকে এখন আর মাহফিলে চায়ের কথা বলি না বলে বলেছেন, দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনকে তাহেরী এসব বলেন। তাহেরী বলেন, মাহফিলে যেহেতু আমি একা চা পান করছিলাম, তাই সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করে ছিলাম। এই বিষয়টি একটি ষড়যন্ত্রকারী চক্র আমার বিরুদ্ধে হাস্যরস ভিডিও বানিয়েছে। যা খুব দুঃখজনক।
ওয়াজ মাহফিলে দেয়া বিভিন্ন বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাহেরী। তবে তার দাবি, তার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়।
২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। তবে ‘ঢেলে দেই’ শব্দ দুটি দিয়ে আবারও আলোচনায় তিনি।