ডেইলি সিলেট ডেস্ক :: সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) ও মোগলবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রোতাকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- শাহপরাণ থানার সৈয়দপুরের মৃত কামাল উদ্দিনের ছেলে উজ্জল মিয়া (২৫) ও মোগলাবাজারের পূর্ব শ্রীরামপুরের আক্তার হোসেন লিলু মিয়ার ছেলে জাকির আহমদ (৩০)।
এদের মধ্যে শাহপরাণ (রহ.) থানা পুলিশ উজ্জল মিয়াকে ১০০পিস ইয়াবাসহ নগরীর টিলাগড় রাজপাড়া থেকে এবং জাকিরকে শ্রীরামপুর বাইপাস পয়েন্ট থেকে ৫৫পিস ইয়াবাসহ আটক করে মোগলবাজার থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন।