নিউজ ডেস্ক:: মার্কিন পুলিশের এক কর্মকর্তা সন্ত্রাসী সন্দেহে এক তরুনীকে গুলি করে হত্যা করেছে। যেখানে দেখা যাচ্ছে, একজন অফিসার ১৭ বছরের একটি মেয়েকে শ্যুট করছে। কারণ, তিনি ভেবেছিলেন মেয়েটির হাতে থাকা খেলনা বন্দুকটি আসল।
দক্ষিণ ক্যালিফোর্নিয়া পুলিশ শুক্রবার এই ঘটনার একটি বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে।
হ্যানা উইলিয়ামস নামে ওই মেয়েটি অ্যানাহেমের বাসিন্দা। অফিসারের পেট্রোলিং গাড়ির সঙ্গে মেয়েটির এসইউভিটি ধাক্কা লাগে। গত ৫ জুলাই স্টেট রুট ৯১-এ মেয়েটির গাড়িটির স্পিড বেশি থাকায় গাড়িটিকে চেজ করে দাঁড় করান ওই অফিসার।
পুলিশের দাবি, এসইউভিটি একটি ইউ টার্ন নেওয়ার সময় পুলিশ সেই গাড়ি দাঁড় করায়। বডিক্যামের ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে অফিসার তার গাড়ি থেকে বেরিয়ে গাতে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছেন। যদিও সেই ভিডিওতে মেয়েটির মুখ ব্লার করে রাখা হয়েছে। মেয়েটিও অফিসারের দিকে খেলনা বন্দুক তাক করে রেখেছে।
যদিও ভিডিওটিতে কোনও সাউন্ড না থাকায় বোঝা যায়নি অফিসার মেয়েটিকে কত বার গুলি করেন। পরে সব বুঝে ওঠার পর মেয়েটিকে গাড়িতে থাকা আরেক অফিসার মেয়েটিকে ফার্স্ট এইড দিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মারা গিয়েছে হ্যানা।
পরিবারের দাবি, বাড়ির বিনা অনুমতিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল মেয়ে। হ্যানা অবসাদের রোগী ছিল। প্রায় ৩ ঘণ্টা ধরে নিখোঁজ ছিল সে।
#BREAKING: #Fullerton PD releases body worn camera video from officer who shot & killed Hannah Williams. More to come. Family to hold news conference at 4. @ABC7 pic.twitter.com/VVYW54Qm1v
— Greg Lee (@abc7greg) July 12, 2019