সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পৃথক নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুই শিশু নিখোঁজ রয়েছেন। অপর এক ঘটনায় এক ছাত্র নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায় এতে করে ঐ নৌকার দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবু তাহেরের ছেলে নাঈম আহমদ ও একই গ্রামের আবু সোমার ছেলে জমির হোসেন।
দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জের পর্যটন স্পট সাদাপাথরে এলাকায় সিলেটের লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবীর নিখোঁজ হন। তিনি সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গেছে।
অপরদিকে রোববার বেলা ১১টার দিকে টুকেরবাজারে খেয়া নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ দুই শিশু ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা। তবে তাদের জীবিত উদ্ধারের বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম রোববার সন্ধ্যায় ডেইলি সিলেটকে জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।