fbpx

সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২০ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটের ৯ দিন ব্যাপি কর্মসূচী

শ্রীশ্রীজগন্নাথদেব, বলদেব প্রভু ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন যুগলটিলা সিলেট-এর উদ্যোগে ৯ দিন ব্যাপি এক বর্ণাঢ্য ও বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনা সভা, সভাপতি শ্রীমৎ ভক্তি অদৈত নবদ্বীপ স্বামী মহারাজ। বেলা সাড়ে ১২টায় মহা-ভোগরাগ। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ। বেলা ৩ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হবে। সন্ধ্যা ৭টায় গৌর সুন্দরের আরতি। রাত সাড়ে ৭টায় ভজন সংগীতানুষ্ঠান। পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী। ৫ জুলাই শুক্রবার দুপুর ১ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায় শ্রী শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস অধিকারী। অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। বিকেল ৪টায় দিকভ্রান্ত সমাজে গীতা শিক্ষার প্রয়োজনীতা। পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায় শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন, সিলেট। রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গীতা মাধুরী’। পরিবেশনায়- ভক্তি বেদান্ত গীতা একাডেমি, ইসকন, সিলেট।

৬ জুলাই শনিবার দুপুর ১ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীপাদ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, ইসকন, নারায়নগঞ্জ। বিকেল সাড়ে ৪টায় সেমিনার-‘পরম সঙ্গী।’ পরিবেশনায়- শ্রী রাজীবলোচন রাম দাস ব্রহ্মচারী, প্রচারক, ইসকন, নরসিংদী। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীপাদ অচিন্ত নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, কোষাধক্ষ্য, ইসকন, সিলেট। রাত ৯টায় কিচ্ছাপালা ‘তিলোত্তমা সুন্দরী’। পরিচালনায়- শ্রী রঞ্জন রাসেশ্বর দাস ব্রহ্মচারী। রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হরেকৃষ্ণ চ্যালেঞ্জ’, পরিচালনায়- নিত্যসেবা বিভাগ, ইসকন, সিলেট। ৭ জুলাই রবিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বিভাগীয় সম্পাদক, ইসকন চট্টগ্রাম ও অধ্যক্ষ, শ্রীশ্রী পু-রীক ধাম। বিকেল ৪টায় ভক্তিবৃক্ষ সম্মেলন। প্রধান আলোচক- শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভক্তিবৃক্ষ সেমিনার: ‘জীবের প্রকৃত ধর্ম’। পরিবেশনায়- শ্রী কানুপ্রিয় বলাই দাস ব্রহ্মচারী, পরিচালক- ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ, ইসকন, সিলেট। রাত ৯টায় ভজন সংগীত। রাত সাড়ে ৯টায় কীর্ত্তন মেলা।

৮ জুলাই সোমবার হেরা পঞ্চমী)। দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ। বিকেল সাড়ে ৪টায় কীর্ত্তন মেলা। পরিবেশনায়- শ্রী সর্বতারক নিতাই দাস ব্রহ্মচারী। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ। রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায়- পূজারী বিভাগ, ইসকন, সিলেট। রাত সাড়ে ৯টায় নাটক- ‘শক্তিশেল। পরিচালনায়- শ্রী সুনন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী, সহ-পরিচালক, বিভাগীয় নামহট্ট, ইসকন, সিলেট। ৯ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীপাদ কালচক্র নৃসিংহ দাস ব্রহ্মচারী, প্রধান পূজারী, ইসকন, সিলেট। বিকেল ৪টায় এস. এ. সি পরীক্ষা ২০১৯ইং উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা। শুধু এ প্লাস প্রাপ্তদের জন্য। (রেজিস্ট্রেশন আবশ্যক)। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রী দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। রাত ৯টায় বৈদিক নাটক ‘মহিমান্বিত সমর্পন।’ পরিবেশনায়- ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট। পরিচালনায়- শ্রী ভাস্কর চক্রবর্তী। ১০ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- বলদেব কৃপা দাস ব্রহ্মচারী, সাবেক সভাপতি, হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, সিলেট। বিকেল ৪টায় কীর্ত্তন মেলা। পরিবেশনায়- শ্রীপাদ মহানিতাই দাস ব্রহ্মচারী, শ্রী পরমপতি জনার্দন দাস ব্রহ্মচারী, শ্রী মহামন্ত্র বিষ্ণুনাম দাস ব্রহ্মচারী। বিকেল সাড়ে ৫টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রী মধুর মুরলী দাস অধীকারী, সাধারণ সম্পাদক, মহানগর নামহট্ট, সিলেট। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। নামহট্ট বিভাগীয় প্রধান, ঢাকা। রাত ৮টা ৪৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘নামহট্ট বিনোদন’। পরিবেশনায়- মহানগর নামহট্ট, সিলেট। রাত ৯টা ৪৫ মিনিটে নাটক ‘জগন্নাথের প্রকাশ’। পরিচালনায়- শ্রী সুনন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী।

১১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রী রণজয়ী মাধব দাস ব্রহ্মচারী, ম্যানেজার, জাগ্রত ছাত্র সমাজ, ইসকন, সিলেট। বিকেল ৪টায় সেমিনার: সন্তানের যতœ গ্রহণ। (অভিবাবকের জন), পরিবেশনায়- ডা: রণছোর দ্বারকাধীশ দাস, পরিচালক জাগ্রত ছাত্র সমাজ, ইসকন, সিলেট। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি। রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়- শ্রী ব্রজবিহারী বিনোদ দাস ব্রহ্মচারী, সহ-পরিচালক জাগ্রত ছাত্র সমাজ, ইসকন, সিলেট। রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ম্যাটলেস গিফট।’ পরিবেশনায়- জাগ্রত ছাত্র সমাজ, ইসকন, সিলেট। ১২ জুলাই শুক্রবার (শয়ন একাদশী)। দুপুর ১২টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন। পরিবেশনায়-শ্রীপাদ ভক্তিপ্রিয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, পরিচালক -পণতীর্থ স্মৃতিধাম। দুপুর ১টায় আলোচনা সভা। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। (যুগলটিলা মন্দির হতে)। সন্ধ্যা ৭টায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গীত গোবিন্দ’। পরিবেশনায়- ভারত ও বাংলাদেশের শিল্পীবৃন্দ। পরিচালনায়- শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী। শ্রীশ্রীজগন্নাথদেব, বলদেব প্রভু ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন যুগলটিলা সিলেট-এর উদ্যোগে ৯ দিন ব্যাপি বর্ণাঢ্য ও বর্ণিল অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃ স্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। – বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: