নিউজ ডেস্ক:: রাজধানীর কল্যাণপুর এলাকার রাজিয়া পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিক কাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পাশাপাশি আশপাশের ভবনগুলো থেকে জনসাধারণকে সরিয়ে দিচ্ছেন।