স্পোর্টস ডেস্ক:: দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।
রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত সবকটি ওভার খেলে ৮ উইকেটে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। এতে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফি-সাকিবরা।
লাল-সবুজ জার্সিধারীদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। টুইটবার্তায় তিনি বলেন, কী দিন বাংলাদেশের জন্য, ২০১৯ বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে। কৌশলগত দিক দিয়ে দলটি ছিল চমৎকার। শেষ দিকেও শক্তি প্রদর্শন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।