fbpx

সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কমলগঞ্জের পতনঊষারে দু’দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
“লোকজ সংস্কৃতি ও কৃষ্টি লালনের লক্ষে” মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে স্থানীয় শাপলা সবুজ সংঘের ২৭ তম আয়োজনে দু’দিন ব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা গত সোমবার (১৫ এপ্রিল) রাতে সমাপ্ত হয়। সোমবার রাত ৯ টায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনট সদস্য প্রফেসর ড. মো. ফজলুল আলী।

নববর্ষ উদযাপন কমিটির সভাপতি, পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আবেদ শওকত মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর সহযোগি অধ্যাপক মোঃ শরিফুর রহমান, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মোঃ আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অলি আহমদ খান, হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বয়তুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবক সভাপতি আসাদুজ্জামান রনি, নাট্যকার হিফজুর রহমান বক্স, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমরেড আফরোজ আলী, সমাজসেবক জুনেদ খান, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সবশেষে রাত ১.৩০ ঘটিকায় বৈশাখী মেলা উপলক্ষে র‌্যফেল ড্র অনুষ্ঠিত হয়। দু’দিন ব্যাপী বৈশাখী মেলায় নানা শ্রেণিপেশার বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: