fbpx

সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট নগরীতে সিলিন্ডার বিস্ফোরণ, দুই সাংবাদিক আহত

ডেইলি সিলেট ডেস্ক:: সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বর্ণমালা পয়েন্টে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন দুই সাংবাদিক। এতে ঝলসে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা।

শুক্রবার দুপুর আড়াইটার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বর্ণমালা পয়েন্টের আশপাশের এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের দোকান। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবেই চলছে এসব সিলিন্ডারের ব্যবসা। শুক্রবার দুপুরে ওই এলাকায় স্প্রেক্টা অক্সিজেন লিমিটেড নামের একটি দোকানে ট্রাক থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ও সিলিন্ডারের ফেটে পড়া অংশ পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ভেদ করে প্রায় একশ’ গজ দূরে একটি মোটর সাইকেলের উপর পড়ে। ওই মোটরসাইকেলে করে তখন এই সড়ক দিয়ে যাচ্ছিলেন চ্যানেল২৪-এর সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ ও ভোরের কাগজ’র ফটোসাংবাদিক অসমিত অভি।

বিস্ফোরণে তারা দু’জনই আহত হন। তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার ব্যাপারে গোলজার আহমদ বলেন, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনি। কিছু বুঝে ওঠার আগেই সিলিন্ডারের টুকরো আমাদের উপর এসে পড়ে।

তিনি বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। এখন এক্সরে করা হচ্ছে। এক্সের পর বুঝা যাবে শরীরের কোনো স্থান ভেঙেছে কীনা।

 

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিলিন্ডার ভর্তি একটি ট্রাক জব্দ করে নিয়ে আসে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: