fbpx

সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিউজিল্যান্ডে নিহত বাংলাদেশিদের জন্য জাপানের শোক

নিউজ ডেস্ক:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো বাংলাদেশি ও তাদের শোকগ্রস্ত পরিবারকে প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

তিনি বলেন, যেকোনো কারণে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য হতে পারে না।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় জাপান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াতে এবং এই কঠিন সময়ে পরাস্ত করার দৃঢ়সংকল্প প্রকাশ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

তবে দুজনের ব্যাপারে নিশ্চিত তথ্য পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ এবং গৃহিণী হোসনে আরা ফরিদ।

অপর দুজন নিহতের তথ্য স্থানীয় কমিউনিটির মাধ্যমে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- নারায়ণগঞ্জের মোহাম্মদ উমর ফারুক ও চাঁদপুরের মোজাম্মেল হক।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: