fbpx

সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: আরিফ

ডেইলি সিলেট ডেস্ক:: সিলেট নগরবাসীর জন্য আমি যেসব উন্নয়ন কাজ করে যাচ্ছি সেইসব কাজ বাধাগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই নগরের উন্নয়নে বাধা সৃষ্টি করতেই তারা এসব করছে। এসব মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর প্রতি আহবান জানান।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার কোন ভাবেই সত্য নয়। এটা কাল্পনিক ও মিথ্যা ঘটনা। আমি যখন নগরবাসীর উন্নয়নের জন্য দিন-রাত সমান তালে কাজ করে যাচ্ছি তখনই শুরু হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

সঞ্জয় রায় নামের এই ব্যক্তি সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত কোন ঠিকাদার নন। যার কারণে তাকে আমার চেনার কথা নয়। নগর ভবন নির্মাণের কাজ পায় মাহবুব ব্রাদার্স। কাজ শেষ হওয়ার পর তাদের সাথে সিসিক কর্তৃপক্ষের সকল লেনদেন হয়েছে।

মেয়র আরিফ বলেন, এই মানববন্ধনের আয়োজক সুশান্ত দাস গুপ্ত নিজেও সিলেট নগরের বাসিন্দা নন। এমনকি তিনি সিলেট জেলারও কেউ নন।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: