স্পোর্টস ডেস্ক:: চলতি বছরটা মাঠের খেলার জন্য ইতিবাচকভাবে যতোটা আলোচিত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তার চেয়ে বেশি খবরের শিরোনাম হয়েছেন মাঠে তার নেতিবাচক কার্যকলাপের কারণে। মাঠে অযাচিত পড়ে যাওয়া কিংবা ফাউলের জন্য নাটক করায় সারা বিশ্বজুড়েই সমালোচনার শিকার হয়েছেন তিনি।
তাই নেইমারকে এ অবস্থা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তারই স্বদেশী কিংবদন্তি ফুটবলের রাজা পেলে। পেলের মতে নেইমার চাইলেই একজন কিংবদন্তি খেলোয়াড় হতে পারবে, যদি সে নাটক বাদ দিয়ে গোল করা এবং করানোয় মন দেয়।
প্রশ্ন করে উত্তরটাও নিজেই দেন কালো মানিক। তিনি বলেন, ‘সে খেলার বদলে নিজেকে অন্যভাবে উপস্থাপন শুরু করলো। গোল না করে তার বদলে অযাচিত অঙ্গভঙ্গি, ফাউলের জন্য অভিনয়, রেফারির কাছে অনুনয়-অভিযোগ দিয়ে আলোচনায় থাকলো। এমনটা করে নিজের একটা নেতিবাচক চেহারা তৈরি করে ফেলেছে সে।’
এসময় এ সমস্যা থেকে উত্তরণের পথ বলতে গিয়ে পেলে বলেন, ‘আমরা তার এই স্বভাবগুলো নিয়ে অনেক কথা বলেছি। আপনি দেখেন, এতোকিছুর পরেও খেলোয়াড় হিসেবে সে কিন্তু সেরাদের একজন। একজন বাবা তার ছেলেকে কখনো গালমন্দ করে না, শিক্ষা দেয়। যখন আমি আপনাদের বলি যে সে আমার সন্তান, তখন আমি তাকে সান্তোসের সন্তান হিসেবেই দেখি। এ কারণেই যতো কথা বলি।’