হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:: সুনামগঞ্জের নৌকার বিজয়ের লক্ষ্যে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে শাল্লা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদার।
আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন-যুবলীগ নেতা- ফেনী ভূষণ সরকার, অরিন্দম চৌধুরী অপু, লাল আমিন তালুকদার, তফসীর আলম চৌধুরী, সুহেল আহমদ।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক এনামুল বারী লেনিন, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ, আলেক মিয়া।
শ্রমিক লীগ নেতা গনেন্দ্র চন্দ্র সরকার।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শাল্লা উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।