নিউজ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করেছে।শনিবার নির্বাচন কমিশনের ১০ তলায় অবস্থিত অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার করা আপিল নং ২৮৫ তে ফেনী-১ ৪৪১ তে বগুড়া-৬ ও ৪৭৯ তে বগুড়া ৭ আসনের শুনানি শেষে এ আদেশ দেয় নির্বাচন কমিশন।
শুনানির যুক্তিতর্কে এক পর্যায়ে কমিশনের পক্ষ থেকে খালেদার আইনজীবীদের বলায় একই গ্রাউন্ডে তারা কেন কথা বলছেন।এ সময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ইসির এজলাসে যুক্তিতর্কে বলেন, আমি অন্য কথা বলব কেন? যেই গ্রাউন্ডের ওপর বাতিল করা হয়েছে সেটির ওপর কথা বলব।
এর উত্তরে ইসির অস্থায়ী এজলাস থেকে বলা হয়, বিকাল ৫ টার দিকে রায় দেওয়া হবে।উল্লেখ, বিগত ২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মধ্যেই তিনটি আসনেই বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় ওই সব আসনে বিএনপির একাধিক প্রার্থীকে বিকল্প হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।