cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsআন্তর্জাতিক ডেস্ক:: নবম শ্রেণীর ছাত্রীর কাছে বেতনের কিছু টাকা আগাম চেয়েছিলেন শিক্ষক। স্কুলের নিয়ম ভেঙে তা দিতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে ওই ছাত্রীর গলা কাটলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় একটি দৈনিক বলছে, দেশটির অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার বঙ্গারুপেটায় রকওয়েল হাইস্কুলে এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্কুলের হিন্দি শিক্ষক শঙ্কর গত কয়েকদিন ধরেই নবম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ি থেকে অগ্রিম টাকা নিয়ে আসার জন্য বলছিলেন।
বাড়ি ফিরে মেয়েটি সব জানালে তার মা স্কুলে গিয়ে ওই শিক্ষককে এই বিষয়ে সতর্ক করে আসেন। ভবিষ্যতে তার মেয়েকে উত্যক্ত করতেও নিষেধ করেন তিনি। তবে এর যে ভয়াবহ পরিণাম হতে চলেছে তা বুঝতে পারেননি তিনি।
ঘটনার দিন মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সময় তার বাড়িতে পৌঁছে যান শঙ্কর। মেয়েটি দরজা খুললে ব্লেড দিয়ে তার গলা চিরে দেন তিনি। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে শঙ্করকে আটক করেন।
হামলার সময় শঙ্কর মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশিরা। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।