cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsছাত্র সমাজকে আল্লাহর পথে আহবান করাই হচ্ছে তালামীযের কাজ। তালামীয একটি আদর্শবাদী ইসলামি ছাত্র সংগঠন। তাই জন্মলগ্ন থেকেই এ সংগঠন ইসলামি তাহযীব তামাদ্দুমন প্রত্যেক ছাত্রদের মধ্যে প্রচার করে চলেছে। বর্তমান ফিৎনার সময়ে ছাত্র সমাজের জন্য এ ইসলামি কাফেলা একটি বড় নিয়ামত। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে এ সংগঠন সদা তৎপর। তালামীযের পিছনের ইতিহাসের দিকে তাকালে দেখবেন এর জ্বলন্ত প্রমাণ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী শনিবার বিকালে ওসমানীনগর উপজেলা তালামীযের উদ্যোগে স্থানীয় শাহজালাল (রহ:) ফাযিল মাদরসার সেমিনার হলে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি আব্দুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়র হোসাইনের পরিচালনায় প্রশিক্ষণ প্রধান করেন, আনজুমানে আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, আল ইসলাহর উপজেলা সহ সভাপতি মাওলানা এম এ রব, তালামীযের কেন্দ্রীয় সদস্য সুলতান আহমদ, পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার ও মাওলানা জুয়েল লতিফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুল্লাহ আল মোবারক, হাফিজ তৌরিছ আলী, কবির আহমদ, সালেহ আহমদ, কুতুব আল ফরহাদ, রুহেল আহমদ, মাহবুব খান, , ফয়ছল আহমদ, জাকির হোসাইন, আব্দুল আলীম, তোফাজ্জল হোসাইন, সামাদ আলী, ফেরদৌস আহমদ, তানভীর হাসান, আব্দুল মজিদ প্রমুখ। – বিজ্ঞপ্তি