fbpx

সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক:: জনস্বাস্থ্য উন্নয়নে অন্যতম অন্তরায় তামাকজাত দ্রব্যের ব্যবহার উল্লেখ করে ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, তা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, তামাকের বহুমাত্রিক ভয়াবহতার কারণে বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণে বহুবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু চলমান পদক্ষেপসমূহ বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে ধূর্ত তামাক কোম্পানিগুলো। ক্ষতিকর তামাকজাত পণ্যের বাজার সম্প্রসারণ কোনো রাষ্ট্রের কাছেই প্রত্যাশিত হতে পারে না। তামাক কোম্পানিগুলোকে বাজার সম্প্রসারণের সুযোগ প্রদানের মাধ্যমে দেশে তামাক নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব নয়। বরং এর মাধ্যমে নীতিতে তামাক কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের প্রচেষ্টা আরও বাড়বে।

বক্তার আরও বলেন, বর্তমানে বাংলাদেশের ৩০ শতাংশ জনগোষ্ঠী তরুণ। বর্তমান এবং আগামী প্রজন্মের সুস্থতা নিশ্চিত তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। বৈদেশিক বিনিয়োগের নামে তামাক কোম্পানিকে দেশে বাজার সম্প্রসারণের সুযোগ করে দেয়া হলে একদিকে জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলা হবে, অন্যদিকে বিশ্বের দরবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় জনস্বাস্থ্য বিষয়ক সব নীতিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি সরকারের কাছে আমাদের প্রত্যাশা এসডিজি অর্জনে সফলতা পেতে এবং জনকল্যাণে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে বাংলাদেশে তামাক কোম্পানিগুলোর বাজার সম্প্রসারণ নয়, নিয়ন্ত্রণে কাঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক হেলাল আহমেদ, ডাব্লিউ বিবি ট্রাস্টের পক্ষে গাউম পিয়ারি, তামাকবিরোধী জোটের সদস্য আমির হোসেন প্রমুখ।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: