নিউজ ডেস্ক:: আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি শপথ নিয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
এ তিনজনসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজনে।শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্টের অর্ধশতাধিক বিচারপতি উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি জিনাত আরা,বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো.নূরুজ্জামান।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন।অন্যানরা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।