চ্যানেল টুয়েন্টিফোর সিলেট অফিসের ক্যামেরাপার্সন দীপক বৈদ্য দিপুর পিতা দেবেন্দ্র বৈদ্য (৭৯) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তেহরী গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘ দিন ধরে মস্তিকের রক্তক্ষরণ জনিত সমস্যায় ভোগছিলেন।বৃহস্পতিবার বিকালে নিজ এলাকাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
দীপক বৈদ্য দিপু সিলেট টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের সদস্য। তারা পিতার মৃত্যুতে সিলেট টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন (টিসিজেএ) গভীর ভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানাচ্ছে।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। – বিজ্ঞপ্তি