fbpx

সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২০ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত। বিশ্বের যে দেশেই গিয়েছি, সবাই আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা জানিয়েছে। বাংলাদেশের উন্নতির ধারা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।’

রোববার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনসন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর আমরা যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখেছি। ২১ বছর ধরে এদেশের জনগণকে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরে আসার পর আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল, এবার দুঃসময়ের উত্তরণ ঘটবে।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশ এক সময় দুর্নীতি, খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতির দেশ, জঙ্গিবাদের দেশে পরিণত হয়েছিল। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নতি ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, এটা আমাদের মনের কথা।’

‘দেশে-বিদেশে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণ কি? আমরা বলি, আমরা সেই নেত্রীর নেতৃত্বে আছি, দুর্নীতি যাকে স্পর্শ করতে পারেনি। বঙ্গবন্ধুর রক্ত তার ধমনীতে। বঙ্গবন্ধুর দৌহিত্রও তার স্থানে প্রতিস্থাপিত হচ্ছেন। তিনি আজ বিশ্বের কাছে সম্মানিত ব্যক্তি। যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বক্তব্যের শেষ দিকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া প্রমুখ।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: